কুষ্টিয়া জেলা যুবদলের ১১ টি ইউনিট কমিটির অনুমোদন
কুষ্টিয়া থেকে ,ওয়াহিদুজ্জামান অর্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দীয় নির্বাহী কমিটি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের এক সভায় আজ ৯ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাই ও সাধারন সম্পাদক কামালউদ্দিনের উপস্হিতিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধার সম্পাদকের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত কুষ্টিয়া জেলার এগারোটি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে কুষ্টিয়া সদর উপজেলা আহ্বায়ক -মো:আব্দুল মাজেদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -আব্দুল আওয়াল বাদশা,সদস্য সচিব -মনিরুল ইসলাম।কুষ্টিয়া পৌর যুবদল শাখার আহ্বায়ক -মোস্তাফিজুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ওয়াকার পারভেজ জীবন, সদস্য সচিব -জিল্লুর রহমান।দৌলতপুর উপজেলা আহ্বায়ক -বেনজির আহম্মেদ বাচ্চু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মনিরুজ্জামান স্বপন,সদস্য সচিব -রেজাউর রহমান মাসুদ।মিরপুর পৌর শাখার আহ্বায়ক -সংগ্রাম রহমান জিল্লু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ইফতেখার আলম শিল্প,সদস্য সচিব -মোশাররফ হোসেন।মিরপুর সদর শাখার আহ্বায়ক -সুলতান আলী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -শরিফুল ইসলাম,সদস্য সচিব -আতাউল হক এমদাদ। ভেড়ামারা উপজেলা শাখার আহ্বায়ক -শামীম রেজা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ফিরোজ আহম্মেদ তপন,সদস্য সচিব -মোশারফ হোসেন। ভেড়ামারা পৌর শাখার আহ্বায়ক -হাফিজুর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -আবুল কালাম আজাদ,সদস্য সচিব-নাজিবুল হক সুমন।খোকসা উপজেলা আহ্বায়ক -আবু হেনা মোস্তফা সালাম লালু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মো:মোস্তা আহমেদ ও সদস্য সচিব -বাহারুল আলম।খোকসা পৌর শাখার আহ্বায়ক -দাউদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মাসুদ হোসেন, সদস্য সচিব-ইমরান হোসেন।কুমারখালি উপজেলা শাখার আহ্বায়ক -জাকারিয়া মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ওবায়দুল ইসলাম মিলন,সদস্য সচিব-কুদরত ই নুর।কুমারখালি পৌর শাখার আহ্বায়ক -নূর আলম বুলবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -এড,রোকনুজ্জামান জামাল ও সদস্য সচিব মো:খোকন বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়।এই কমিটিকে যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নবনির্বাচিত নেত্বেবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্বৈরাচার বিরোধী চলমান আন্দোলনে সাফল্য কামনা করেন।